বাংলা ভাষা লিখতে জেনে
হয়নি কোনো লাভ
তবুও যেনো বুকের মাঝে
নিশ্চুপ প্রতিবাদ
আমায় তুমি বাধ্য কর
ছোট্ট মেয়ের মতই
তোমায় নিয়ে মাততে হবে
নেইকো আমার গতি
তোমায় ফেলে এগিয়ে যাবো এই জগতের মাঝে
উর্দ্ধপানে চোখটি রেখে নক্ষত্রের বেগে
তুমি তখন পা টি ধরে আলতো ওঠো ডেকে
কিছুই করা গেলো না আর, বাংলা, তোমায় ভালোবেসে।
ঘেটুফুল
১৩ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment