Monday, February 13, 2023

তোমায় ভালোবেসে

 

বাংলা ভাষা লিখতে জেনে

হয়নি কোনো লাভ

তবুও যেনো বুকের মাঝে

নিশ্চুপ প্রতিবাদ

আমায় তুমি বাধ্য কর

ছোট্ট মেয়ের মতই

তোমায় নিয়ে মাততে হবে

নেইকো আমার গতি

তোমায় ফেলে এগিয়ে যাবো এই জগতের মাঝে

উর্দ্ধপানে চোখটি রেখে নক্ষত্রের বেগে

তুমি তখন পা টি ধরে আলতো ওঠো ডেকে

কিছুই করা গেলো না আর, বাংলা, তোমায় ভালোবেসে।


ঘেটুফুল 

১৩ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

The Mask

At some point in life, one simply has to calm down. The world will always be full of noise, chaos, shouting and squabbling. But you, my frie...